সরকারি প্রাথমিন বিদ্যালয়ে শিঘ্রই ৪০ হাজার নিয়োগ আসতিছে । নিয়োগটি হবে সারা বাংলাদেশ মিলে। প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক মিলে সর্বমোট ৪০ হাজার নিয়োগ দিবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষক নিয়োগে ৪০ হাজার শিক্ষক এর মধ্যে থাকতিছে:
- প্রাক-প্রাথমিক: ২৬ হাজার
- সরকারি প্রাথমিক: ১৪ হাজার
প্রাক-প্রাথমিক আগে থেকে ২৬ হাজার শূন্য পদ রয়েছে এবং নতুন করে ১৪ হাজার এর মত সারা দেশে সহকারী শিক্ষক এর পদ ফাকা হয়েছে।
যার কারনে একই সাথে ২টি নিয়োগ বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সময় নিয়োজকে দেওয়া এক সাক্ষাত কারে এসব কিছু নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
এখন প্রশ্ন কবে শুরু হবে আবেদন?
এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানায় যে, করোন স্বাভাবিক না হলে শুরু হবে না কার্যক্রম । কারণ অনেকের বাহিরে গিয়ে বিভিন্ন দোকান থেকে আবেদন করতে হয়। আর করোনকালীন এটি বেশ ঝুকিপূর্ণ। তাই করোনা একটু স্বাভাবিক হলেই নিয়োগের কার্যক্রম শুরু হবে।