এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে প্রথমবারের মতো হার স্বীকার করলেন। তিনি বলেন জো বাইডেন জয়ী হয়েছেন।
তিনি টুইট বার্তাই আরও লিখছেন যে, ভোটের কারচুপি হয়েছে ও নির্বাচনে ভোট গণনা নিয়ে আবারও ভিত্তিহীন অস্বচ্ছতার কথা বলেন ।
তিনি বলেন পাতানো নির্বাচন হয়েছে, তাই সে (বাইডেন) জিতেছে। না হলে কখনো জিততে পারত না । ভোট গণনায় কোনো পরিদর্শক অনুমতি দেয়া হয়নি।
বাইডেনের কাছে ৭৪ ইলেকটোরাল কলেজ ভোট এবং ৫০ লাখ পপুলার ভোটে হেরেছেন ট্রাম্প। তারপরও রীতি মেনে হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।
রোববার টুইট বার্তায় তার এ হার স্বীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।