একসঙ্গে দুই বোন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার-এ সুপারিশ প্রাপ্ত হয়েছেন । সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের অবসরপ্রাপ্ত এমবিবিএস চিকিৎসক ডাঃ শামসুল ইসলাম চৌধুরীর ২ মেয়ে এই বিসিএস প্রাপ্ত ফলাফলে চূড়ান্ত ভাবে সুপারিশ পেয়েছেন।
ডাঃ শামসুল ইসলাম চৌধুরীর বড় মেয়ে ফাতেমাতুজ জুহরা চাঁদনী এবং ছোট মেয়ে সাদিয়া আফরিন তারিন দুজনেই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম জন ইংরেজি এবং অপরজন বিজনেস স্টাডিতে তাদের পড়াশুনা শেষ করেন।
বর্তমানে ফাতেমাতুজ জোহরা চাঁদনী কানাইঘাট সরকারি বিদ্যালয় এ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন । এবং সাদিয়া আফরিন তারিন বাসায় থেকেই পড়াশুনা করতেন।
স্থানীয়দের মতে তারা ২ বোন ই ছোটবেলা থেকে খুব মেধাবী এবং পড়াশুনায় খুব একটিভ ছিল। তাদের এই রেজাল্টে তাদের এলাকায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে । অপরদিকে তাদের ছোট বোন মেধাবী সামিয়া প্রীতিও শাবিপ্রবিতে অধ্যয়নরত আছেন।