শুধুমাত্র গরুর দুধ বিক্রি করে সংসার চালাত ভারতের হিমাচল প্রদেশের জ্বালামুখীর গুমার গ্রামের কুলদীপ কুমার নামে ওই ব্যক্তির। করেনাকালে তার সংসার আরও কষ্টে চলছিল।
কিন্তু সেই কুলদীপ কুমার ছেলের অনলাইন ক্লাসের জন্য নিজের শেষ সম্বল গরু বিক্রি করে দেন। তিনি গরু বিক্রি করে ছেলের জন্য স্মার্টফোন কিনছে ।
কুলদীপ কুমার জানার তার কোন উপায় ছিল না । কারণ তার শুধু গরুই ছিল সংসার চালানোর জন্য । তার কোন পড়াশুনা ছিল না। তার প্রবল ইচ্ছে আছে তার সন্তানদের লেখাপড়া শেখানো এবং তার সন্তানদের পড়াশুনা মাঝপতে যেন আটকে যেন না যায়। সেই ইচ্ছে বাস্তবায়ন করার জন্য তার এই উদ্যেগ ।
অনেক চেষ্টা করছেন কুলদীপ কুমার ফোন কেনার জন্য । কিন্তু কোথাও কোন সাহায্য পায়নি। যার কারণে শেষমেষ তাদের শেষ সম্বল গরু বিক্রি করে দিতে হয় এবং ছেলের করোনাকালীন অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য স্মার্টফোন কিনে দেন