নোয়াখালীর মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ৫০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বাড়িতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট যাওয়ার খবর পেয়ে বরযাত্রীরা রাস্তা থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টায় এই ঘটনা ঘটে নোয়াখলীর মোহাম্মদপুর ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী লেখাপড়া বন্ধ করে বাড়িতে থাকত। পারিবারিকভাবে পাশের বদলকোর্ট ইউনিয়নের তার বিয়ে ঠিক করা হয়। বৃহস্পতিবার ছিল তার বিয়ের দিন । গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ মোসা অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে যান বর ও বরযাত্রীরা।
ভ্রাম্যমান আদালতের কর্মকর্তা জানায়, তার এই অপরাধের জন্য কন্যার বাবাকে ৫০০০ টাকা জরিমানা করেন। একই সাথে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না এমন অঙ্গীকারনামা করে নিয়েছে ভ্রাম্যমান আদালত।