৪র্থ শ্রেণীর ছাত্রীর সাথে ৫ম শ্রেণীর ছাত্রের প্রথমে প্রেম হয় এবং পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । এই ঘটনা ঘটেছে হাইমচরের ৪ নং নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চকিদার কান্দির মোঃ শফিক মিজি ৫ম শ্রেনীর ছাত্র আঃ রহমানের সাথে বাবা মায়ের অনুপস্থিতিতে পাশের বাড়ির দুদু মিয়ার কন্যা ৪র্থ শ্রেনীর ছাত্রী সারমিন আক্তার জরিনার মধ্যে ।
সামাজিক রীতিনীতি তোয়াক্কা না করে এবং বাল্য বিবাহের আইন না মেনে তাদের পরিবার এই ঘটনা ঘটিয়েছেন । বিবাহের সময় জন্ম সনদ গোপন রেখে তারা এই কার্য সম্পাদন করেন । এই ঘটনা্য় এলাকায় তুমুল আলোচনায় সৃষ্টি হয়েছে ।
বিবাহের সময় তাদের বয়স পরিবর্তন করে এই কাজ করেন কাজী ।
হাইমচরে অসাধু ওই কাজি এই তারিখ পরিবর্তন করে বিবাহ রেজিষ্টারের রহমান বয়স ২২ বছর এবং কনের বয়স ১৮ বছর করে নিকাহ রেজিষ্টার করেন। জোর করে অভিভাবক পরিচয় দিয়ে সানু পেদা, বাংলাবাজারের শাহআলম ও জয়নাল দাড়িয়ে থেকে কাজ সম্পূন্ন করে । বিবাহের কাবিন নামায় স্বাক্ষর করেন সেলিম মিয়া ও মোঃ নজরুল ইস’লাম।
এই ঘটনায় থানায় মামলা হয় । এবং উভয় পরিবার বিচারের আয়তায় আনার জন্য পুলিশ কাজ করতিছে ।