অবশেষে সরকার ধর্ষণের সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে আইন মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
গতকাল আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যেহেতু এটি নিয়ে জনমানবের দাবি উঠেছে তাই বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতনসহ যে আইনগুলো আছে সেগুলো সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার একটি প্রস্তাব উত্থাপন করা হতে পারে।
এটি আগামী জাতীয় সংসদে আইন আকারে পাসের জন্য পেশ করা হতে পারে। আর সরকার যদি মনে করে তাহলে এটি অধ্যাদেশ আকারে খুব শিঘ্রই জারি হতে পারে।
আরা পড়ুন: এ বছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা