লক্ষ্মীপুরের রামগতিতে দরজা ভেঙে ঢুকে এক বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে । পরে নারীকে হাত-পা-মুখ-চোখ বেঁধে ঘরের পেছনে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। সোমবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নারী বাদী হয়ে রামগতি থানায় ৫জনের বিরুদ্ধ মামলা করে। পরে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরপোড়াগাছা গ্রাম থেকে সোহেল ও জামাল নামে দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সোহেল চরপোড়াগাছা গ্রামের আবু আহম্মদের ছেলে ও জামাল একই এলাকার সৈয়দ আহম্মদের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বিধবা নারীকে গণধর্ষণের ঘটনার মামলা হয়েছে।
পুলিশ অফিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। তাদেরকে মঙ্গলবার আদালতে পেরণ করা হবে। বাকি ৩ আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত নারীর পরিবার সূত্র জানায়, স্বামী মারা যাওয়ার পর বিধবা নারী ঐ বাসায় কন্যা সহ থাকতেন । কন্যা বিয়ে হয়ে যাওয়ার পর একাই ঐ বাসায় থাকেন। অনেকদিন থেকে তাকে বিভিন্ন হুমকি দিচ্ছিল। একা থাকার সুযোগে আসামীরা তার হাত-পা-মুখ বেধে ধর্ষণ করে এবং পরে বাড়ির পাশে রেখে চলে যায় ।
বিধবা মহিলা বাধী হয়ে থানায় মামলা করে এবং পুলিশ এই ব্যাপারে অনেক তৎপর আছে । তারা ২ জনকে গ্রেফতার ও করেছে ।
থানা পুলিশ জানায়, আসামিরা গত কয়েকদিন আগে নারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। পরে ক্ষতিগ্রস্ত নারী আদালতে মামলা দায়ের করেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করা হয়।