Are you looking for an AFMC Admission Test question solution 2020-21 for the MBBS admission? Then you are in the right place to get your AFMC Admission Test question solution 2021 for the Bachelor of Medicine and Bachelor of Surgery. The medical Admission test was held on 14 August 2021 in different medical colleges of Bangladesh. About 1lakh plus candidates applied for AFMC Admission of the Bangladesh medical Surgeon. And they participated in the 14-08-2021 exam according to the date of AFMC. Now participants are searching for question solutions for the AFMC Admission Test 2021. If they get the exact AFMC Admission Question solution 2021 to their question then they can calculate the marks that will be obtained.
The authority of the Armed Forces Medical College issued an admission test circular about a few months ago. They were 1 category for candidates. A lot of candidates applied for their desired admission test. The MBBS post is one of them. They are huge seats available for AFMC admission this year.
Table of Contents
AFMC Medical Admission Test Question Solution 2021
Question solution is very important for Admission test candidates. Huge candidates are eagerly waiting for the right solution for the MCQ exam. The admission test of AFMC will happen in Dhaka Bangladesh. They will take admission with a proper guideline and ensuring social distance because of COVID-19
- Post: AFMC Medical Admission
- Exam Time: 4 PM
- Date: 14th August 2021
- Exam Taker: AFMC Authority
- Exam Type: MCQ
AFMC Admission Test Question 2021
The other candidates who are not attending the exam, are searching for AFMC Admission Test question 2021. They will be looking for practice and make preparation for upcoming different admission tests. Let’s check out AFMC Admission Test question 2021. AFMC Admission Today Question:
AFMC question 2020-2021
GK-
সাধারণ জ্ঞান
১. বাংলাদেশে নির্মানাধীন একমাত্র গভীর সমুদ্র বন্দর কোনটি?
২. সশস্ত্র বাহিনীর প্রধান?
৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উতক্ষেপনের তারিখ?
৪. IEDCR এর পূর্ণরুপ?
৫. বাংলাদেশে ব্যবহৃত প্রথম covid vaccine কোনটি?
CHEMISTRY-
১. রকসল্ট কোনটা?
২. 25°C temp এ বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত?
৩. অত্যাবশকীয় এমিনো এসিড নয় কোনটি?
৪. “মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে” এটি প্রথম কে বলেন?
৫. কোনটির রঙ গাঢ় বেগুনি?– F,Cl,Br, I
৬. As এর সহনীয় মাত্রা কত?
৭. 1 ppm = mgL-1
৮. রাজকীয় ঘড়ির কাটার L=?
৯. secondary standard পদার্থ নয় কোনটি?– k2Cr2O7
১০. synonym of Vogue
১১. দূর্বল এসিড ও সবল ক্ষার কোন নির্দেশক
১২. ফুলের পাপড়ি ও ফলত্বকে থাকে রন্ঞ্জক থাকে?
১৩. বিশুদ্ধ পানির pH?
১৪. আর্সেনিকের মাত্রা কত?
১৫. “আমি নিয়মিত কলেজে যেতাম” translation?
১৬. Vouge এর synonym?
১৭. সুন্দরবনকে world heritage করা হয় কত সালে?
১৮. কোনটি অদাহ্য?
১৯. কাদুনে গ্যাসের সংকেত?
২০. অপটিক্যাল ফাইবারে কোনটি বব্যহৃত হয়?
২১. ঋণাত্নক প্রভাবক কোনটি?
PHYSICS-
১. মহাবিস্ফোরণকে কি বলে?
২. ২২০ ভোল্ট ৬ এম্পিয়ার হলে ৬০ ওয়াট ক্ষমতার কয়টি বাতি জ্বালাতে পারবে
৩. parallax error কোন ধরনের ত্রুটি?
৪. পৃথিবীর নিট বিভব কত?
৫. G এর মান কত?
৬. ১ কিলোওয়াট ঘন্টা কত জুল?
৭. কোনটি সবচেয়ে দূর্বল বল কোনটি?
৮. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের জনক কে?
৯. দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রফল অর্ধেক করলে রোধের পরিবর্তন?
১০. ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির একক কোনটি?
১১. np:ns=1:6 এবং Is 12 হলে Ip কত?
১২. কোয়ান্টাম তত্বের জনক কে?
১৩. কাজ ও সরণের মধ্যবর্তী কোণ ৯০° হলে কাজ কত?
১৪. চাঁদের আবর্তন কাল কত?
১৫. পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তি বেগ কত?
১৬. ১ মাইল ও ১ কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার?
BIOLOGY-
১. ট্রপিক্যাল রেইন ফরেস্টের বার্ষিক বৃষ্টিপাত কত?
২. রাবারে কোন প্রাকৃতিক পলিমার থাকে?
৩. চিনির থেকে হাজারগুন মিষ্টি কোনটি?
৪. কোন ব্যকটেরিয়া প্লাস্টিক ও পিইটি খেতে পারে?
৫ নিচের কোনটি থেকে ATP তৈরি হয়না
A.FADH2 B.NADH2 C.NADPH2 D.কোনটি নয়
৭. কোষের অন্তঃশ্বসন কোথয়া হয়?
৯. টিস্যু কালচারের জনক কে?
১০. শাপলা কোন ধরনের উদ্ভিদ?
১১.কোনটি ইন সিটু নয়?
A.বোটানিক্যাল গার্ডেন B.মৎস অভয়ারণ্য C.ইকো পার্ক D.সাফারি পার্ক
১২. হাইড্রা কোন পর্বের?
১৩. ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের সংখ্যা কত?
১৪. নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন কে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে কে?
১৫. কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে?
১৬. বাম অলিন্দ ও বাম নিলয়ের ছিদ্রপথে কোন কপাটিকা থাকে?
১৭. ডায়াস্টলিক চাপ কত?১৮. স্বরযন্ত্রে কোন তরুণাস্থি থাকে না?
১৯. মানুষের রেসপিরেটরি সেন্টার কোনটিতে?
২০. করোটিকার অস্হি কয়টি?
২১. সপ্তম করোটিক স্নায়ু কোনটি?
২২. মায়োপিয়া দূরীকরণে কোন লেন্স?
২৩. ট্রপিক হরমোন কোনটি?
২৪. প্রসবে কোন হরমোন সাহায্য করে?
২৫. এপিডিডাইমিস কত ফুট
২৬. অ্যান্টিবডি ক্ষরণ করে কোন কোষ?
২৭. ভ্যাক্সিন কত সালে আবিস্কার হয়?
২৮. কোনটি সেক্স লিংকড ডিসঅর্ডার নয়?
২৯. কোয়াগুলেশন ফ্যাক্টর কোনটির অভাবো হিমোফিলিয়া হয়?
ENG-
১. correct sentence – An idle man cannot prosper in life
২. I will come ___ 15 minutes? – A. In B. About C. Around. D.
৩. অণু, পরমাণু, আয়ন যে স্থানে থাকে? – স্থির বিন্দু, ল্যাটিস বিন্দু, মধ্য বিন্দু
৪. সর্বনিম্ন কার্যকর শক্তি কোনটি?
৫. বাংলাদেশে প্রথম কোন টিকা দেয়া হয়?
৬।।বিষুবীয় ও মেরু অঞ্চলের ব্যাসার্ধের দুরুত্ব কত?–A.11k.m. B. 22 km C.44 km D.33 km
৭. Correct sentence – One of my friends is doctor.
AFMC Admission Question solution 2021
We provided AFMC Admission Question 2021 above. Check that out. Now You need a solution. So here we are going to provide you 100% correct solution for the AFMC Admission Test 2020-21. The number of candidates for this post is huge. Government medical is like a dream for all over HSC pass candidates. We know AFMC therefore Armed Force Medical College is the most reputed organization in Bangladesh. They control all the medical sectors for Bangladeshi people. The admission of AFMC admission is also most respectable for Doctors.
AFMC Question Solution 2020-21
Exam schedule and its related information we provide before. Here check the Full AFMC Admission Question solution 2021 for the 14th August MCQ exam. MCQ exam means a one-word substitution for this type of admission. It has negative markings. After qualify this AFMC admission MCQ test then you will directly qualify for the VIVA exam. Now Check out the Full AFMC Admission Test Question Solution 2021.
GK-সাধারণ জ্ঞান
১. বাংলাদেশে নির্মানাধীন একমাত্র গভীর সমুদ্র বন্দর কোনটি? (মাতারবারি বন্দর)
২. সশস্ত্র বাহিনীর প্রধান? (রাষ্ট্রপতি)
৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উতক্ষেপনের তারিখ? (১১ মে, ২০১৮)
৪. IEDCR এর পূর্ণরুপ? (Institute of Epidemiology, Disease Control And Research)
৫. বাংলাদেশে ব্যবহৃত প্রথম covid vaccine কোনটি? (Oxford, AstraZeneca vaccine)
Solution:
১. মহাবিস্ফোরণকে কি বলে?
২. ২২০ ভোল্ট ৬ এম্পিয়ার হলে ৬০ ওয়াট ক্ষমতার কয়টি বাতি জ্বালাতে পারবে
৩. parallax error কোন ধরনের ত্রুটি?
৪. পৃথিবীর নিট বিভব কত?
৫. G এর মান কত?
৬. ১ কিলোওয়াট ঘন্টা কত জুল?
৭. কোনটি সবচেয়ে দূর্বল বল কোনটি?
৮. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের জনক কে?
৯. দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রফল অর্ধেক করলে রোধের পরিবর্তন?
১০. ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির একক কোনটি?
১১. np:ns=1:6 এবং Is 12 হলে Ip কত?
১২. কোয়ান্টাম তত্বের জনক কে?
১৩. কাজ ও সরণের মধ্যবর্তী কোণ ৯০° হলে কাজ কত?
১৪. চাঁদের আবর্তন কাল কত?
১৫. পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তি বেগ কত?
১৬. ১ মাইল ও ১ কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার?
Ans:
১.সুপারনোভা
২.২২ টি
৩.অনিমিয়ত ত্রুটি
৪.শুন্য
৫.৬.৬৭৪
৬.
৭.দুর্বল নিউক্লিয়
৮.কার্নো
৯.অপরিবর্তিত
১০.টেসলা
১১.৭২
১২.প্লাংক
১৩.০
১৪.২৯ দিন
১৫.১১.২
১৫.৬০৯
Some Ans:
১. correct sentence – An idle man cannot prosper in life
২. I will come ___ 15 minutes? – A. In B. About C. Around. D.
৩. অণু, পরমাণু, আয়ন যে স্থানে থাকে? – স্থির বিন্দু, ল্যাটিস বিন্দু, মধ্য বিন্দু
৪. সর্বনিম্ন কার্যকর শক্তি কোনটি?
৫. বাংলাদেশে প্রথম কোন টিকা দেয়া হয়?বিষুবীয় ও মেরু অঞ্চলের ব্যাসার্ধের দুরুত্ব কত?–A.11k.m. B. 22 km C.44 km D.33 km
৬. Correct sentence – One of my friends is a doctor.
We did some solutions ourselves and some are collected from different sources. We believe that about our AFMC Admission question solution. If anything is wrong then please let us know. We will be happy to solve your problems. On 14th August 2021 candidates will definitely search for their question solution of Medical Admission. We are very happy that we gave it to you.
Check DNC Question Solution
Thanks for being here. If anything is required then comment here.