Al Bangladesh

All Bangladesh Information

  • Home
  • Honours
  • Routine
  • Train Schedule
  • Job Circular
  • Result
    • HSC
    • SSC
  • Job News
  • Event
  • Admission
You are here: Home / Result / এইচ এস সি রেজাল্ট ২০২০ – ২১ অটোপাস ফলাফল

January 3, 2021

এইচ এস সি রেজাল্ট ২০২০ – ২১ অটোপাস ফলাফল

এইচ এস সি রেজাল্ট ২০২০ – ২১ অটোপাস ফলাফল

এইচ এস সি রেজাল্ট ২০২০ । বাংলাদেশে এক যোগে এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২০ প্রকাশিত হবে এই সপ্তাহে । সকল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের চিন্তার অবসান ঘটিয়ে এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২০ প্রকাশিত হবে ২৫ শে ডিসেম্বর এইচ এস সি, আলিম, ভোকেশনাল রেজাল্ট ২০২০ প্রকাশিত হওয়ার সাথে সাথে এখান থেকে দেখে নিতে পারবেন কাঙ্ক্ষিত ফলাফল। HSC রেজাল্ট ২০২০ সাধারণত প্রকাশিত বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে । তবে আপনি আমাদের সাইট থেকে এইচ.এস.সি স্থগিত পরীক্ষা অটোপাসের ফলাফল ২০২০ দেখে নিতে পারবেন খুব সহজ ভাবে ।

Table of Contents

  • 1 এইচ এস সি পরীক্ষার অটোপাস রেজাল্ট 2020
  • 2 এইচএসসি রেজাল্ট ২০২০
    • 2.1 এইচ এস সি ফলাফল কবে দিবে ?
  • 3 এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখার নিয়ম
    • 3.1 মার্কশীট সহ এইচ এস সি রেজাল্ট ২০২০ অটোপাস
  • 4 মোবাইলে এসএমএস এর মাধ্যম্যে এইচএসসি ফলাফল 2020 দেখবেন ?
      • 4.0.1 সকল শিক্ষা বোর্ডের শর্টকোড নাম
  • 5 এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২০

এইচ এস সি পরীক্ষার অটোপাস রেজাল্ট 2020

করোনার কারণে এবছর অটোপাসের মাধ্যমে ফলাফল প্রকাশ বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড। কারণ ২০২০ এইচ এস সি ১৩ লাখের বেশী শিক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও করোনার কারণে এইচ এস সি পরীক্ষা নেওয়া সম্ভব হয় নি। তাই মাননীয় শিক্ষামন্ত্রী জনাব দিপু মনি এবং সকল বোর্ডের কর্মকর্তা মিলে সিদ্ধান্ত নেই যে এইচ এস সি অটোপাস রেজাল্ট প্রকাশ করবে ২০২০ সালে । এই ক্ষেত্রে এইস.এস.সি পরীক্ষার ৭৫% এবং জে.এসসি পরীক্ষার ২৫% ফলাফল নিয়ে রেজাল্ট প্রকাশ করবে । নিচে এইচ এসসি রেজাল্ট ২০২০, আলিম রেজাল্ট ২০২০ এবং এইচ এসসি ভোকেশনাল রেজাল্ট ২০২০ কিভাবে দেখবেন তা খুব সুন্দর করে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।

এইচএসসি রেজাল্ট ২০২০

প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী নিয়ে গত পহেলা এপ্রিল ২০২০ শুরু হওয়ার কথা ছিল এইচ এস সি ও সমমানের আলিম পরীক্ষা। এবছর এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মোট ৩ হাজার বেশী কেন্দ্রে। শিক্ষা বোর্ডের তথ্য মতে ১ এপ্রিল থেকে অনুষ্ঠিত এবছরের মাধ্যমিক এবং সমমানের পরীক্ষার সাধারন ৯ টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১ টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশী ছিল।

এইচ এস সি ফলাফল কবে দিবে ?

এইচ এস সি ফলাফল কবে দিবে? এসএসসি পরীক্ষা শেষ হবার পরে প্রতিটা শিক্ষার্থীর জিজ্ঞাসা থাকে এইচএসসি রেজাল্ট কবে দিবে। ঠিক একই ভাবে এবছর ১এপ্রিল থেকে এইচ এস সি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং অটোপাসের ঘোষনা আসার পর শিক্ষার্থী অভিভাবকেরা জানার চেষ্টা করছেন এইচ এস সি ফলাফল ২০২০ কবে দিবে? সেই সকল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জানানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

২৫শে ডিসেম্বর সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এইচ এস সি ফলাফল ২০২০ প্রকাশ করবেন।

এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখার নিয়ম

এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২১ প্রকাশিত হবার সাথে সাথে আমরা সবাই খুজতে থাকি কিভাবে সব থেকে সহজ উপায়ে এবং সবার আগে রেজাল্ট পাওয়া যায়। এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ এখন সাধারণত ৩ টি উপায়ে এইচ এস সি পরীক্ষার ফলাফল দেখা যায় । এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম গুলো নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হল। যেন যে কেউ যে কোন উপায়ে তার এইচ এস সি ফলাফল পেতে পারেন

১) নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান

২) অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট 

৩) এস এম এসে মাধ্যমে

মার্কশীট সহ এইচ এস সি রেজাল্ট ২০২০ অটোপাস

এছাড়া এইচ এস সি রেজাল্ট ২০২০ প্রকাশিত হবার সাথে সাথে আমরা জানার চেষ্টা করি মার্কশীট সহ এইচ এস সি রেজাল্ট ২০২০। কিন্তু শিক্ষা বোর্ড থেকে যেদিন এইচ এস সি রেজাল্ট প্রকাশিত হয়, ওই দিন রেজাল্ট প্রকাশ হবার ৩ থেকে ৪ ঘন্টা বোর্ডের রেজাল্ট সার্ভারে খুব চাপ থাকে। তাছাড়া এবছর করোনা ভাইরাসের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবাই অনলাইনে রেজাল্ট পেতে চেষ্টা করবেন। এজন্য এবছর রেজাল্ট সাইটে বেশ চাপ দেখা যাবে। এজন্য মার্কশীট সহ এইচ এসসি রেজাল্ট পাওয়া যায় বিকাল ৫/৬ টার পর থেকে। তাই কেউ যদি মার্কশীট সহ এইচএসসি রেজাল্ট ২০২০ দেখতে চান তবে রেজাল্ট প্রকাশের কিছুক্ষন পরে নিচের লিংক থেকে দেখে নিন মার্কশীট সহ এইচএসসি অটোপাশ রেজাল্ট ২০২০।

অনলাইনে রেজাল্ট দেখুন

শিক্ষাবোর্ড এর ওয়েবসাইট এর মাধ্যমে এইচ.এস.সি পরীক্ষা ফলাফল দেখুন।

এইচ এস সি রেজাল্ট ২০২০
এইচ এস সি রেজাল্ট ২০২০
  • প্রথমে এই লিংকে যান eboardresults.com/v2/home
  • তারপর এইচ.এস.সি সিলেক্ট করুন।
  • বছর: ২০২০
  • বোর্ড: আপনার বোর্ড সিলেক্ট করুন।
  • রেজাল্ট টাইপ থেকে আপনার অপশন সিলেক্ট করে সম্পূর্ণ রেজাল্ট দেখুন ।

এখানে এইচএসসি রেজাল্ট 2020 মার্কশীট সহ দেখতে পারবেন্।

  • ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২০
  • রাজশাহী বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২০
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২০
  • বরিশাল বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২০
  • যশোর বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২০
  • সিলেট বোর্ডের এইচ.এস.সি ফলাফল 2019
  • দিনাজপুর বোর্ডের এইচএসসি মার্কশীট ২০২০
  • কারিগরি বোর্ডের ডিআইবিএস রেজাল্ট ২০২০
  • কুমিল্লা বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২০

মোবাইলে এসএমএস এর মাধ্যম্যে এইচএসসি ফলাফল 2020 দেখবেন ?

এইচএসসি রেজাল্ট ২০২০ পরীক্ষার ফলাফল আপনার মোবাইলে পেতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ

HSC স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তারপর স্পেস আপনার রোল নম্বর স্পেস ২০২০ আর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে।

উদাহরণঃ HSC RAJ 12566 2020  > send to 16222 ( যে কোন অপারেটর এর নাম্বার থেকে)

সকল শিক্ষা বোর্ডের শর্টকোড নাম

  1. DHA – Dhaka Board
  2. BAR – Barisal Board
  3. SYL – Sylhet Board
  4. COM – Comilla Board
  5. CHI – Chittagong Board
  6. RAJ – Rajshahi Board
  7. JES – Jessore   Board
  8. DIN – Dinajpur Board
  9. MAD – Madrasah Board
  10. TEC- Technical Board

এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২০

এইচ.এসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এইবার মনে হয় কার্যকর হবে না । কারণ এইবার বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড এইচএসসি অটোপাস রেজাল্ট ২০২০ প্রদান করবে । সাধারণত প্রতি বছর রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেক শিক্ষার্থী তার প্রাপ্ত জিপিএ নিয়ে সন্তষ্ট থাকে না । তাই যারা ফলাফল নিয়ে কনফিউশনে আছ তারা তাদের খাতা চেক করার আবেদন করতে পারে । কারন এর ফলে পুণরায় খাতা চেক করা হবে এবং যদি আবেদনকারীর উত্তরপত্রে নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হয় তবে সেটি ঠিক করে দেওয়া হয় ।

আরও বিস্তারিত জানানো হবে যদি এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ এইবার প্রদান করে ।

চেক করুন: প্রাক-প্রাথমিক শিক্ষকের শূন্য পদের তালিকা

Jerin HossainFiled Under: ResultLeave a Comment

About Jerin Hossain

Hello, This Is Jerin Hossain.
I am working as a blogger since 2017. I am very happy with my profession. Doing Something new is my passion. I always loves travelling. My biggest characteristics is that I am very much punctual in profession

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • SSC Scholarship Result 2022 PDF(সকল বিভাগ)
  • Honours 3rd Year Form Fill up 2022(Published)-Session[2018-19]
  • Notre Dame College Admission Circular 2023 – NDC Admission 2022
  • SSC 2022 Result Dinajpur Board (ফলাফল)Marksheet Download
  • SSC Result 2022 Rajshahi Board | Full Marks Check ফলাফল
  • About Us
  • Contact Us
  • Privacy Policy

© 2020-2022· AlBangladesh · Powered By AlBangladesh.Com