করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বৃদ্ধি হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন সোর্স থেকে। তবে এই ব্যপারে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি, জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর।
করোনার কারণে ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । কয়েক ধাপে এই ছুটি বাড়ানো হয় । কিন্তু করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় নি।
এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি আবার বাড়বে? এই প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন রোববার সন্ধ্যায় বলেন যে , এখনও ত ছুটির সময় আছে । এই ব্যপারে আমাদের নতুন করে আবার সিদ্ধান্ত নিতে হবে । কারণ স্কুল-কলেজ অনেকদিন যাবৎ বন্ধ রয়েছে । হঠাৎ করে সবকিছু একাবারে খুলে দেওয়া সম্ভব নয়।
করোনার কারণে প্রায় ৪ কোটি শিক্ষার্থীর পড়াশোনা স্থগিত হয়ে রয়েছে। শিক্ষার্থীরা একটি ঝুঁকির মধ্যে দিন যাপন করতিছে । এইচ.এস.সি পরীক্ষা পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি।
সকল সেক্টরে অনলাইন ক্লাস এর গুরুত্ব দেওয়া হলেও এখনও কার্যকর হয় নি। তাই এমতবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যপারে অনেকেই মতামত পোষন করিতেছে ।