রাজধানীর বাসাবো এলাকায় এক ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণের অভিযোগে সবুজবাগ থানায় মামলা করেছেন এক ভুক্তভোগী তরুণী। এ ঘটনায় সবুজ মিয়া ও তার সহযোগী আব্দুস সামাদকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
পুলিশ জানায়, ছয় মাস আগে ওই তরুণীর সাথে মোবাইল ফোনে রং নাম্বারের মাধ্যমে পরিচয় হয় সবুজ মিয়ার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মামলার এজাহারে তরুণী অভিযোগ করেন, গত ৪ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে সবুজ মিয়া ওই নারীকে ঢাকায় নিয়ে আসে। এরপর বাসাবোর একটি ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণ করে। তরুণী বিয়ের চাপ দিলে অভিযুক্ত তা এড়িয়ে যায়।
শনিবার (১০ অক্টোবর) রাতে কৌশলে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে থানায় এসে মামলা করলে সবুজ মিয়া ও তার এক সহযোগী আব্দুস সামাদকে গ্রেফতার করে পুলিশ।
বর্তমানে নির্যাতিতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।